আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার আয়োজনে ৬ দিনব্যাপী শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব জয়ন্তী মহোৎসব শুক্রবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। নগরীর মাছুদীঘির পাড়ে অনুষ্ঠিত হবে এই মহোৎসব।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মহোৎসবের মধ্যে রয়েছে, শ্রীমন নিত্যানন্দ প্রভুর অবদান বিষয়ক আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভারতের বিশিষ্ট কির্তনীয়ার পরিবেশনে লীলা কির্তন, চৌষট্টি মহান্তের ভোগারাধনা ও মহাপ্রসাদ বিতরণ।
উল্লেখ্য, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখা প্রতিবৎসরের ন্যায় এবছরও নানা সামাজিক এবং জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে এই মহোৎসবের শোভা আরও বৃদ্ধি করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৭ ফেব্রুয়ারি রক্তদান কর্মসূচি এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সহযোগী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানের পৌরহিত্য করবেন শ্রীমন নিত্যানন্দ বংশাবতংস পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী।
তিনি আগামী ৪ ফেব্রুয়ারি সিলেটে আগমন করবেন এবং সিলেটে অবস্থানকালীন প্রতিদিন দীক্ষা প্রদান করবেন।
মহোৎসবের প্রতিটি অংশে ভক্তবৃন্দের উপস্থিতি এবং অংশগ্রহণ কামনা করেছেন সংঠনের সভাপতি শ্রী নরেন্দ্র দে মনা এবং সাধারণ সম্পাদক শ্রী দেবদাস রায়।