সিলেটে নান‍া আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিলেটে নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌসিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও (আইসিটি) এ এস এম কাসেম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবোতোষ রায়, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার নুশরাত আজমেরি হক, সিলেট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর আলম ভুঁইয়া, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কতি সম্পাদক মিঠু দাস জয়সহ সরাকারী বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, ডিআইজি, জেলা ও মহানগর পুলিশ, জেলা মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।