সিলেটে তাহিরপুর নাগরিক পরিষদের মানববন্ধন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেটস্থ তাহিরপুর নাগরিক পরিষদ।

শুক্রবার (১০ জুন) দুপুরে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আশফার রহমানী, সিলেট গণদাবীর নেতা মহিবুর রহমান খালেদ, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা তুফায়েল আহমদ, তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিক উদ্দিন তালুকদার, আব্দুর রউফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আহমদ মনির, অর্থ সম্পাদক আলীমান আখন্দ, সহ-অর্থ সম্পাদক আঙ্গুর মিয়া, প্রচার সম্পাদক সুজন আহমদ রনি মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতের সরকারদলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেক দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।