সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ডিসির সাথে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে এসএমপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগরীর যানজট নিরসন ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হবে। নগরীর যানজট দুর করতে হবে। জন-দুর্ভোগ লাঘবে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া মহানগর জামায়াতের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আহ্বান জানান তারা। এতে যেকোন প্রয়োজনে মহানগর জামায়াতের কর্মীরা পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও যানজট ও শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর প্রতি সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলে, এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ গোলাম মোস্তফা, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।