সিলেট জেলার শাহপরাণ থানাধীন বাহুবল নামক স্থানে টিলা কেটে পরিবহনকালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২ জনকে আটক করে মোবাইল কোর্ট এর মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুজন হলো- স্থানীয় লালকাটংগি এলাকার মৃত এলো মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৫০) ও খাদিম চা বাগানের কার্তিক মহালের ছেলে শংকর মহাল (৪৫)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘন করে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত উক্ত আদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন মো. বদরুল হুদা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন। এসময় শাহপরাণ থানার উপপরিদর্শক মো. মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।