সিলেটে নগরীর বালুচর (আল-ইসলাহ) এলাকায় টিলা কাটার সময় হাতেনাতে ধরে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর সিলেটের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। অভিযানে শাহপরান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানের সময় বেআইনিভাবে টিলা কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় বালুচর এলাকার আছলাম মিয়াকে (৫৯) তিনমাস ও হবিগঞ্জ সদর উপজেলার মানপুর গ্রামের মজু মিয়াকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ এমরান হোসেন বলেন, পরিবেশ ধ্বংসের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।