সিলেটে জামানত হারাচ্ছেন ৫ মেয়র প্রার্থী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেওয়া ৮ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন তাদের জামানত হারাচ্ছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন তারা।

নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

জামানত হারানো ৫ মেয়র প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু, ক্রিকেট ব্যাট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ছালাউদ্দিন রিমন, জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল) ও হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। তবে এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দেন।

সিলেট ভয়েস/এএইচএম