দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস, গুজব ও সরকারবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে শোডাউন করেছে জেলা ছাত্রলীগের একাংশ।
তেলিহাওর গ্রুপ হিসেবে পরিচিত ছাত্রলীগের ওই গ্রুপটি সোমবার (১২ ডিসেম্বর) নগরীর তালতলা থেকে একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগ নেতারা জেলা কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে বলেন, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করে এক বছর মেয়াদী কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি গঠনের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে অভিযোগ করে নেতারা বলেন, গত অক্টোবরে জেলা ছাত্রলীগের দুই নেতার কমিটির মেয়াদ শেষ হয়েছে। এখনো কমিটি বিলুপ্ত করা হয়নি।
জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক এম আর মুহিবের সভাপতিত্বে ও সাবেক সদস্য সৌরভ জায়গীরের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান, শাক্কুর আহমদ জনি, ছাত্রলীগ নেতা শাহান আহমদ, আব্দুস সাদিক তারেক, মামুন আহমদ, শাওন তালুকদার, হেলাল আহমদ, ওলিউর রহমান, আবু তায়েফ, খলিলুর রহমান, ইয়াছিন আহমদ, দীপু ঘোষ, ইমন ইবনে সম্রাজ প্রমুখ।