সিলেট নগরীতে অপরিকল্পিত বিদ্যুতলাইন গলায় পেঁচিয়ে দিগন্ত থিয়েটারের সহসভাপতি অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রী নাট্যশিল্পী নন্দিতা তালুকদার দৃষ্টি আহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কুমার পাড়াস্থ ঝেরঝেরি পাড়া মাদ্রাসার সম্মুখে এ ঘটনা ঘটে।
দিগন্ত থিয়েটারের নির্বাহী সদস্য সুমন চৌধুরী জানান, ঝেরঝেরিপাড়া মাদ্রাসার সম্মুখে বিদ্যুতের লাইন এলোমেলোভাবে ফেলে রাখা ছিল। সন্ধ্যার পর মোটরসাইকেলে করে তারা রাস্তা দিয়ে নিয়মিত নাটকের মহড়া কক্ষে আসছিলেন। এসময় গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে তারা দু’জন গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
সুমন চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। যে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো। তিনি সিলেট নগর কর্তৃপক্ষকে অপরিকল্পিত উন্নয়ন থেকে নগরবাসীকে মুক্তি দেয়ার আহ্বান জানান।