সিলেটে গণঅবস্থানস্থল পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ইতোমধ্যে গণঅবস্থানস্থল পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। গণঅবস্থান কর্মসূচি এই চলমান আন্দোলনেরই অংশ। সবাইকে ঐক্যবদ্ধভাবে গণঅবস্থানসহ সকল আন্দোলন কর্মসূচি সফল করে এই সরকারের বিদায় নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট সরকারের বিদায় অনিবার্য।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সদস্য নুরে আলম সিদ্দিকী খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গণঅবস্থান কর্মসূচি সফল করতে স্থানীয় একটি হোটেলে যৌথ প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সভায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিলেট বিভাগের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি অবস্থান কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, সালেহ আহমদ খছরু, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।