সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজ দেশব্যাপী পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। দিবসের এবারের প্রতিবাদ্য ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র।’

সারাদেশের মতো সিলেটেও নানা আয়োজনে পালন করা হয়েছে দিবসটি। কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সভাপতি ডা. নাছিম আহমেদ এবং সিলেট মহানগর কমিউনিটি পুলিশের সেক্রেটারি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।