সিলেটে নদনদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ আগস্ট) সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বিভিন্ন পয়েন্টে কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পায়। কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়ে যায়। তবে জেলার কোথাও বনা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৭৫ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৯টায় অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৭৪ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অবশ্য দুপুর ১২টায় শেওলা পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার নিচে নেমে এসেছে।
অন্যদিকে, সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত না হলেও বিভিন্ন পয়েন্টে গত দুইদিন ধরে বেড়ে যাচ্ছিল। শুক্রবার সকাল থেকে প্রতিটি পয়েন্টে তা আরও কমেছে। শুক্রবার দুপুরে তা আরও নিচে নেমে এসেছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সিলেটের নদ–নদীতে পানি কমতে শুরু করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।