সিলেটে এসে নিখোঁজ সুনামগঞ্জের আরিফ

মাদ্রাসাছাত্র আরিফ হাসান

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে ছয় দিন আগে নিখোঁজ হয়েছে সুনামগঞ্জের মাদ্রাসাছাত্র আরিফ হাসান (১১)। ছয় দিন হয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এসএমপি’র জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২৯১) করেছেন নিখোঁজ শিশুর বাবা হযরত আলী।

নিখোঁজ আরিফ হাসান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোটরসাইকেলচালক হযরত আলীর ছেলে।

জিডি ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে মামার সাথে সুনামগঞ্জ থেকে সিলেট শহরে এসে হযরত শাহজালাল (র.) এর মাজারে রাত্রিযাপন করে আরিফ। ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হঠাৎ মদিনা মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে সিলেট শহরে এসে দিন-রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাচ্ছেন না।

আরিফ হাসানের মামা ইউনুস আলী বলেন, ভাগ্নে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সিলেট শহরের প্রায় সকল স্থানে খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও থাকে পাচ্ছি না। গণমাধ্যমের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। সংবাদমাধ্যমে প্রচারের ফলে আমাদের ভাগ্নেকে ফিরে পেতে পারি বলে আমার বিশ্বাস।

কেউ আরিফ হাসানের সন্ধান পেলে 01742 331758 বা 01768990778 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ইউনুস আলী।