সিলেটে উৎসবমূখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

সিলেটে উৎসবমূখর পরিবেশে চলেছ ভোটগ্রহণ। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে নগরীর ১৯০ টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকালে নগরীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ধেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, ভোটগ্রহণ শুরুর আগে- সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করছে ভোটারদের মধ্যে।

সকাল থেকে বৃষ্টি না থাকায় ভোটাররাও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারছেন। তবে ইভিএমে ভোটগ্রহণে কিছুটা সময় লাগছে বলে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।

প্রসঙ্গত, এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এর মধ্যে ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার মোট ৪২টি ওয়ার্ড নিয়ে সিসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।