সিলেটে আন্তর্জাতিক মাদক দিবস পালন

সিলেটে আন্তর্জাতিক মাদক দিবস পালিত হয়েছে। মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সিলেটে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের যৌথ আয়োজনে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা,গ্রামীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আফতাব চৌধুরী। কুরআন তেলাওয়াত করেন মওলানা মো: নুরুল কামাল, গিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করূ হয়।