সিলেটে অ্যাক্রোবেটিক প্রদর্শনী আজ

সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্প মাধ্যম ‘অ্যাক্রোবেটিক প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় বিকেল ৫ টায় ‘অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এ শিল্প মাধ্যম পরিবেশন করবেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল। ‘অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ শিশু-কিশোর-তরুণসহ সকলের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।

ইতোমধ্যে ঢাকা থেকে ২৫ সদস্যের একটি বিশেষ দল সিলেটে এসে পৌঁছেছেন। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

আয়োজিত প্রদর্শনীটি উপভোগ করার জন্য সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।