সিলেটে ‘অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় সিলেট কৃষি বিপণন ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মান্নান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মীর এনামুল ইসলাম।
প্রশিক্ষণে প্রধান অতিথি সকলের উদ্দেশে জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) এর সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, শুদ্ধাচার মানে শুদ্ধ+আচার। তিনি শুদ্ধাচারের কিছু দিক উল্লেখ করেন, যেমন- Integrity, Responsibility, Honesty, Accountability, Judiciary ইত্যাদি।
এছাড়া তিনি এপিএ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এপিএ চুক্তি চারটি কোয়ার্টারে ভাগ করে প্রতি কোয়ার্টারের কাজ প্রতি কোয়ার্টারেই সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
তিনি কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে GAP অনুসরন ও PC সার্টিফিকেটের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একসাথে যুক্ত হয়ে কাজ করার কথা উল্লেখ করেন। তাহলেই বর্তমান সরকারের কৃষি সেক্টরের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করা সম্ভব হবে বলেও জানান।
প্রশিক্ষণে বিশেষ অতিথি আব্দুল মান্নান সিটিজেন চার্টার ও সেবা বক্স নিয়ে আলোচনা করেন এবং ওয়েবপোর্টালে সেবা বক্সসমূহ কিভাবে তৈরি ও আপলোড করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও প্রশিক্ষণের রিসোর্স পারসন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নজরুল ইসলাম ও ডিসিএ কার্যালয়, সিলেটের এসএসএস সুপার এনামুল হাসান হিরো যথাক্রমে দাপ্তরিক শিষ্টাচার, পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট এবং বিল প্রস্তুতকরণ, আয়কর ও ভ্যাট কর্তন কিভাবে করতে হবে সে বিষয়সমূহ স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন।