সিলেটে অনুষ্ঠিত হলো গণজাগরণের পালাগান

পালাগান বাংলাদেশের লোকসংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুুষঙ্গ। ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গণজাগরণের শিল্প-আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী গণজাগরণের পালাগান পরিবেশিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় গণজাগরণের পালাগান ‘মালজোড়া – গুরু শিষ্য’।

জেলা কালচারাল অফিসার ও কর্মসূচির সমন্বয়ক অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিলেট শেখ রাসেল হাসান।

মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ ও বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ।

উদ্বোধনী পর্বে মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, বিশিষ্ট বাউলশিল্পী বিরহী কালা মিয়া ও বাউল সূর্য্যলাল দাস। ময়মনসিংহ ও গাজীপুর থেকে আগত অন্ধ আনোয়ার ও খাদিজা সরকারের দলের পরিবেশনায় মুগ্ধ আগত দর্শক।