সিলেটে অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী শুরু

অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক অতিরিক্ত সচিব ও সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ বেলাল, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সামারসেটের কাউন্সিলর শিপা উদ্দিন এবং সিলেট টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক রনি হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সভাপতি মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে প্রতিবারের মতো চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রদর্শনীতে ৩৩ জন শিশুর আঁকা ১২০টি ছবি প্রদর্শিত হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।