ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
এর আগে সোমবার (২০ মে) মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় সরগরম ছিলো ভোটের মাঠ।
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার ভোটগ্রহণের দিনও ছিল। কিন্তু রোববার (১৮ মে) এ উপজেলার নির্বাচন স্থগিত করেছে ইসি।
ভোটগ্রহণ উপলক্ষে এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।