ফেঞ্চুগঞ্জে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
কুড়াউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ এসে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। একইসাথে সিলেট রেলস্টেশন ছেড়ে যায় আটকে পড়া উপবন ট্রেন।
ফেঞ্চুগঞ্জে ঘটনাস্থল থেকে ট্রেনের এক ইঞ্জিনিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর নামক স্থানে ঢাকাগামী একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ অবস্থায় বন্ধ হয়ে যায় সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ।
ওই বিষয়টি নিশ্চিত করেন, রেলওয়ে সিলেটের স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।
দুর্ঘটনার পর তিনি জানান, ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সব মিলিয়ে ঘন্টা দুয়েক সময় লাগতে পারে।
এদিকে ওয়াগনের চাকা লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ে সিলেটের স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপবন। এতে দীর্ঘক্ষণ অপেক্ষমাণ সময় কাটায় কয়েকশ ট্রেনযাত্রী।
এ ব্যাপারে স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল জানান, উপবন ট্রেনটি রাত সোয়া ১১টায় সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াগনের চাকা লাইনচ্যুতির ঘটনায় সেটি স্টেশনে আটকা পড়ে।