জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কিছু এলাকায় আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন কিছু এলাকায় সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী।
বিউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর ভেতরে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন ১১ কেভি জালালাবাদ ফিডারের আওতাধীন আম্বরখানা (আংশিক), মণিপুরি বস্তি, ফাজিলচিস্ত, সুবিদবাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা, বাদাম বাগিচা ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলীর দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তি হবে। এজন্য তারা দুঃখিত। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।