সিলেটের মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত ৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও গুরুতর আহত ৩ জনকে ১লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপশহরস্থ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে উপস্থিত পরিবারগুলোর মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, জন রাসু, সাব্বির আহমদ, লুৎফুর রহমান, সুব্রত ধর বাপ্পি প্রমুখ।
সভায় বিরতি সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। নিহত ও আহত পরিবারের সদস্যদের চাকুরীর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এসোসিয়েশনের নেৃতৃবৃন্দ।