প্রবল বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছেন সিলেটের লাখো মানুষ। খাবার-দাবারের সমস্যার পাশাপাশি বানভাসিদের মধ্যে রয়েছে তীব্র খাবার পানির সংকট।
এমন বাস্তবতায় আশ্রয় কেন্দ্রে থাকা বন্যা কবলিত মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
রোববার (১৯ জুন) বেলা ২টায় সিলেটের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) গৌতম দেব এবং এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির।
বন্যাকবলিত মানুষদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।