সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি টিনশেডের কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনি ও একটি মেস পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের দক্ষিণ গেইটের পাশে ফারুক মিয়ার কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কলোনি থেকে আগুন ছাড়িয়ে পড়ে পাশের একটি ভবনে। এই ভবনে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মেস করে থাকেন। এসময় কলোনি ও মেস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কলোনিটি সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে পাঁচটি পরিবার ছিল। আগুনে পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক তিনি জানাতে পারেন নি।