সিলেটকে প্রথম মডেল স্মার্ট জেলা প্রতিষ্ঠার আশাবাদ নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে ‘স্মার্ট সিলেট বিনির্মাণে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
কর্মশালায় ৩টি কুইক উইন আইডিয়া নির্বাচনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের ১০টি আলাদা গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপ স্মার্ট বাংলাদেশ-এর অভীষ্ট লক্ষ্য অর্জনে নির্ধারিত ১০টি ক্ষেত্র নিয়ে নিজেদের মধ্যে দলগত আলোচনা করেন ও পরবর্তীতে নিজের মধ্যে আলোচনার মাধ্যমে প্রস্তুতকৃত উদ্ভাবনী আইডিয়াগুলো সকলের সামনে উপস্থাপন করেন।
এ সময় ১০টি গ্রুপের পক্ষ থেকে ১০টি আইডিয়া পাওয়া যায়। এসব স্মার্ট আইডিয়া স্মার্ট সিলেট বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই মতামত ব্যক্ত করে। জেলা সম্পর্কিত এসকল উপস্থাপনার ওপর উপস্থিত সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, সিলেট পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রুমেল এম. এস. রহমান পীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাংবাদিক আফতাব চৌধুরী।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান সিলেট জেলাকে প্রথম মডেল স্মার্ট সিলেট হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।