সিরিজ জয়ের দিনে আরও যত রেকর্ড বাংলাদেশের

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সাকিবের উইকেটের রেকর্ড পুনরুদ্ধার, লিটনের ১৮ বলে ফিফটি, ব্যাটিংয়ে বাংলাদেশের অসংখ্য দলীয় রেকর্ড—চট্টগ্রামে দ্বিতীয় টি–টোয়েন্টিটা পাল্টে দিয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতা… নিম্নে তার কয়েকটি…

দ্রুততম লিটন :

১৮ বলে ফিফটি করেছেন লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের দ্রুততম ফিফটি। লিটন ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের ১৫ বছরের পুরোনো রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাসের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ৭৩, এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে।

লিটন-রনির ১২৪ রানের জুটি

  • টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগের রেকর্ড ১০২, ২০২১ সালে হারারেতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের।
  • টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর।
  • জুটিতে ওভারপ্রতি রান উঠেছে ১৩.২৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৫০ ছাড়ানো জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ড ১৩.০৭, ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সৌম্য-তামিম ও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন-তামিম জুটির। দুবারই জুটিতে রান ছিল ৬১।

৮৩

প্রথম ছয় ওভারে বাংলাদেশের রান। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৮১ রান ঠিক আগের ম্যাচেই।

৫০-১০০-১৫০-২০০

বাংলাদেশ ৩.৩ ওভারে ৫০, ৭.১ ওভারে ১০০, ১২.৪ ওভারে ১৫০ ও ১৬.৫ ওভারে ২০০ ছুঁয়েছে। সব কটিই বাংলাদেশের নতুন রেকর্ড।

১১.৮৮

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওভারপ্রতি বাংলাদেশের রান। বাংলাদেশ এর আগে ওভারপ্রতি সর্বোচ্চ ১১.৭৫ গড়ে রান তুলেছিল ২০১৬ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষেই, ৮ ওভারে ৯৪।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ।

৭৭

বাংলাদেশের জয়ের ব্যবধান। টি-টোয়েন্টি রানের হিসাবে বাংলাদেশ এর চেয়ে বড় ব্যবধানে জিতেছে মাত্র একবারই—২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানে।

১৩৬

টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখন সাকিব আল হাসানের।

তথ্যসূত্র : প্রথম আলো