সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, যখনই দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারি দেখা দেয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার তখন মানুষের পাশে দাঁড়াতে পিছপা হয় না। অতীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার একদিনের বেতন প্রদানসহ বিভিন্ন সময়ে যেমন করোনাকালীন অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাড়িঁয়েছে, তেমনি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখছে। বঙ্গবন্ধুরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্ভব কঠিন কাজকে সম্ভব করে পদ্মাসেতু বাস্তবায়নসহ অন্যান্য সফল কার্যক্রমের মাধ্যমে আমরা বিশ্বের কাছে সাহস, যোগ্যতা ও সক্ষমতা প্রমাণ করেছি।
বদরুল ইসলাম শোয়েব সম্প্রতি সিলেট নগরীর উপশহরের তেররতন এলাকায় বন্যায় আক্রান্ত খেটে খাওয়া অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর কৃষিবিদ ড. চন্দ্র কান্ত দাশ, সহকারী প্রক্টর কৃষিবিদ আমিনুর রশীদ, কৃষিবিদ জাহের আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের আঞ্চলিক যুগ্ম-সমন্বয়ক এবং কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সহ-সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাজু লস্কর, সিলেট মহানগরের সহ-সভাপতি ফরিদ উদ্দিন বাবর, নিরাপত্তা কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম দীপু, সহকারী রেজিস্ট্রার এম ফয়জুল্লাহ প্রমুখ।