সিকৃবি ভাইস-চ্যান্সেলর দায়িত্ব গ্রহণের বছর পূর্তিতে মতবিনিময়

দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় করেছেন সিলেট কৃষি বিশ্ববদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হোন।

প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, পারিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সভাপতিত্বে ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধরণ সম্পাদক প্রফেসর ড. আবু জাফর বেপারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ডিন কাউন্সিলের আহবায়ক, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার, সিকৃবি, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি, প্রক্টর, সিকৃবি, সাদা দলের সভাপতি, অফিসার পরিষদের সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি, কর্মচারি পরিষদের সভাপতি, ছাত্রলীগের সভাপতি এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক খলিলুর রহমান ফয়সাল গত ১ বছরে ভাইস-চ্যান্সেলর কতৃর্ক বাস্তবায়িত কাজের বিবরণ উপস্থাপন করেন।

এরমধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে- প্রকল্পের কাজে গতি আনয়ন করা, প্রশাসনের কাজে গতি বৃদ্ধি করা, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা, দীর্ঘদিন আটকে থাকা কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করা, বিশ্ববদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ কাজের অর্থ সংগ্রহ করা ও ফটকের ডিজাইন করা ইত্যাদি।

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ৪৬.০৬ কোটি টাকার ১টি প্রকল্প পাশ হয়ার পথে চূড়ান্ত পর্যায়ে আছে, ২১৪৭.৬৯ কোটি টাকার ১টি প্রকল্প প্রি একনেক হলেই একনেকে যাবে। এছাড়া ২৫ কোটি টাকার আরও একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আশা করি এই সব প্রকল্প পাশ হলে বিশ্ববদ্যালয়ের অগ্রগতি দ্রুততর হবে।

এসময় ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজে সকলের সম্মিলিত সহযোগীতা কামনা করেন।

মতবিনিময়কালে বক্তারা ভাইস-চ্যান্সেলরের গত ১ বছরের কাজের ভূয়শী প্রসংশা করেন এবং বিশ্ববদ্যালয়কে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য গবেষণার সুযোগ বৃদ্ধি করা, সহ শিক্ষার কার্যক্রম বৃদ্ধি করা, প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারি নিয়োগ দেয়ার বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেন। সবশেষে সবাই ভাইস-চ্যান্সেলরকে তার কর্মদক্ষতার জন্য বিশ্ববদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।