সিকৃবিতে স্যানিটারি প্যারাসাইটোলজি শীর্ষক কর্মশালা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্যানিটারি প্যারাসাইটোলজি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালাটির ব্যাবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

প্যারাসাইটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত।

পরজীবী বা প্যারাসাইটের উপকারী ও ক্ষতিকর দিকগুলো নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক প্যারাসাইট রিসোর্স ব্যাংকের ভাইস ডিরেক্টর কোরিয়ান প্রফেসর ড. ডংমিন লি। এছাড়া বক্তা হিসেবে পরজীবী সংক্রান্ত চারটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ, জার্মানির ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট অব বায়োলজির গবেষক ড. ভেরনি অমরসিনহে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন কোরিয়ার চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ইয়েসিউল কাং।

আয়োজকরা জানান, তরুণ গবেষকদের প্যারাসাইটোলজি ও জনস্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে এমন কর্মশালার আয়োজন করেছেন তারা।