সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শনিবার (৪ মার্চ) বিজ্ঞানীদের মেলা বসেছিল। এদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের সমাপ্ত বৈজ্ঞানিক প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপনের জন্য ‘এনুয়াল রিসার্চ রিভিও ওয়ার্কশপ’ শিরোনামে এক কর্মশালার উদ্বোধন হয়।
সকাল ৯টায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই বৈজ্ঞানিক কর্মশালার উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউরেসের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন রিসার্চ ডিভিশনের সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম।
উদ্বোধন পর্ব শেষে বিভিন্ন অনুষদে প্রযুক্তিগত অধিবেশন (টেকনিক্যাল সেশন) অনুষ্ঠিত হয়। একজন চেয়ারম্যান ও একজন মডারেটরের পরিচালনায় সেসব সেশনে ক্যাম্পাসের বিভিন্ন গবেষক তাঁদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করেন। ইউজিসি, সাউরেস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং ব্যনবেইসের অর্থায়নে পরিচালিত ২০২১-২০২২ অর্থবছরে সম্পন্ন ৬১টি গবেষণা প্রবন্ধ ৩টি ভেন্যুতে দিনব্যাপী উপস্থাপন করেন প্রকল্প পরিচালকবৃন্দ।