নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয় একটি শোভাযাত্রা। নারী সহকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রাটি জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। ডিনবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, হল প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হলো।