সার্বিয়া ম্যাচের আগে মসজিদে গেলেন ব্রাজিল কোচ

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যেকোনো আসরেই শুরুর ম্যাচ প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে প্রতিটি দল। এই ম্যাচের আগে কাতারের একটি মসজিদে দেখা গিয়েছে ব্রাজিল কোচ তিতেকে।

বুধবার (২৩ নভেম্বর) কাতার সরকারের একজন প্রতিনিধির সঙ্গে স্থানীয় একটি মসজিদে গিয়েছিলেন তিতে। সেখানে মাত্র ১০ মিনিট সময় কাটিয়েছেন তিনি।

তবে মসজিদের যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিতে। ব্রাজিলের অনুশীলন ক্যাম্পের কাছে হওয়ায় এই মসজিদটিকেই বেছে নিয়েছেন তিনি।

তবে তিতের বিষয়ে টুকটাক খোঁজখবর রাখলে এ ঘটনায় অবাক হবেন হয়তো। কারণ, যেকোনো জায়গায় গেলে সেখানকার ধর্মীয় স্থাপনায় যাওয়াকে অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছেন ব্রাজিলের এই কোচ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।