বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনে আগ্রহী হয়ে উঠছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মৎস্যজীবী পেশার মানুষজন।
শুক্রবার ( ১৭ই মে) দুপুরে উপজেলা ভূমি অফিসে সর্বজনীন পেনশন স্কীম সেবা ডেস্কে এসে প্রথমদিন ১৪ জন মৎস্যজীবী এ স্কিমে নিবন্ধন করেন।
এ সময় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।
এ সময় পেনশন স্কিমে নিবন্ধন করতে আসা মৎস্যজীবী সংগঠনের অন্যতম সদস্য রুখিনী দাস বলেন, মৎস্যজীবী একটা চ্যালেঞ্জিং পেশা। দিন দিন এই পেশায় কাজ করে আমাদের মৎসজীবিদের আয় উন্নতি করা অনেক কঠিন। তাছাড়া ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে শরীরে কর্ম দক্ষতা হ্রাস পেলে শেষ বয়সে সকল মৎসজীবিদের আর্থিক দৈন্যদশায় কাটাতে হয়। আমরা মৎসজীবিরা উপজেলা ভূমি অফিসে এসে এসিল্যান্ডের কাছ থেকে সরকারের সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে জানতে পেরে নিজের ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে স্কিমে নিবন্ধন করার আগ্রহ প্রকাশ করি।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া বলেন, পেনশন স্কিমে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে উপজেলার ছোট বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ সংগঠনের উদ্যোগে পেনশন স্কিমে নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করছেন। এভাবে পেশাজীবী, সামাজিক, সমবায়, শ্রমিক, ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে সম্মিলিতভাবে পেনশন স্কিমে নিবন্ধনে আগ্রহী হলে ভবিষ্যতে মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।