সারা বিশ্ব আজ শেখ হাসিনার প্রশংসা করে : মন্ত্রী শাহাব উদ্দিন

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গৃহহীনদের জন্য ঘর তৈরী করে দিয়ে তাদের মাথা ঠাই দিয়েছেন বলে সারা বিশ্ব শেখ হাসিনার প্রশংসা করে। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ৩টি করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কাঞ্চন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মঈনুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাখন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমুখ।

এসময় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধশত প্রতিটি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ১০ হাজার টাকার চেক এবং ১ বান্ডিল ঢেউটিন ও ৬৫টি পরিবারের মানুষের মধ্যে নগদ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।