সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। রোববার (১৭ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সন্দীপ দাশের সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, লাক্কাতুরা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জয়া গোয়ালা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ক্ষমতাসীন সরকারের বিচারহীনতার সংস্কৃতির কারণে বার বার সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। বর্তমান আওয়ামী সরকার মুখে প্রগতিশীলতার কথা বললেও পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখা বাদসহ বিভিন্নভাবে সাম্প্রদায়িক গোষ্ঠীকে মদত দিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিটি সাম্প্রদায়িক হামলার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা জড়িত থাকার কথাও বার বার গণমাধ্যমে উঠে এসেছে।’

বক্তারা বলেন, ‘এখন সময় প্রতিবাদ গড়ে তোলার। দেশের সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনকে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে এক কাতারে দাঁড়াতে হবে। একই সঙ্গে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই লাখ লাখ শহীদের স্বপ্নস্বাধ বাস্তবায়ন করা যাবে।’