বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব।
রবিবার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।
র্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন গণমাধ্যমকে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা দুই দিনের অবরোধ। কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই গ্রেপ্তার অথবা আত্মগোপনে থাকায় নেতাকর্মীরা অনেকটা বিক্ষিপ্তভাবেই দলীয় কর্মসূচী পালন করছেন।