সাধারণ মানুষও সরকারের নির্যাতনে অতিষ্ঠ : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখা সরকারের ঝুলুম ও নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। সারাদেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও সরকারের নির্যাতনে অতিষ্ঠ। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচতে, দেশের মানুষকে বাঁচতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশবাসীকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারাদেশের ন্যায় আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে জনস্রোত নামবে। এই সমাবেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত রুপরেখা ঘোষণা করা হবে। তাই আমাদের সবাইকে যেকোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ২০০৮ সাল থেকে দেশে যে দুঃশাসন ও স্বৈরশাসন চলছে তার থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর সভাপতি আবুল কাশেম, সদর সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা জাসাস আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক এলাহি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি বাদশা আহমদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জেলা বিএনপি নেতা দিদার ইবনে তাহের লষ্কর, লোকমান আহমদ, আহাদ চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, জেলা বিএনপি নেতা শাহিন আলম জয়, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদল নেতা ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা সামসুর রহমান সুজা, জেলা শ্রমিক দল নেতা শামসুর রহমান ফয়সল প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপি নেতা শহীদ আ ফ ম কামালের পরিবারকে দেখতে যান তার বালুচরস্থ বাসায় যান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় তারা আফম কামালের ছোট্ট শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, টুলটিকর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা আল মামুন, সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, কাচা মিয়া মেম্বার প্রমুখ।