সাধারণ জ্ঞানে দেশসেরা সিলেটের তাসনিম মেহজাবিন চৌধুরী

‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ বিষয়ক জাতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনিম মেহজাবিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু পুরস্কার ২০২২ ও ২০২৩ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সারাদেশের সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ০৮টি বিভাগের নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীরা বয়স ও শ্রেণি অনুযায়ী ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এতে দেশসেরা হয় সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনিম মেহজাবিন চৌধুরী।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখে তাসনিম মেহজাবিন চৌধুরী রাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা বিজয়ীর পুরস্কার গ্রহন করবে।

উল্লেখ্য, তাসনিম পূবালী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) সাদেক রশিদ চৌধুরী ও অত্র স্কুলের সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের বড় তনয়া।