যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট দেওয়ায় নেতাকর্মীদের বহিষ্কার অব্যাহত রেখেছে ছাত্রলীগ। এবার ফেনী জেলা ছাত্রলীগের ২০ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু এবং সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ সাংবাদিকদের বলেন, অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে জেলা ছাত্রলীগের তিনজন, ফেনী সরকারি কলেজের ছয়জন, ফেনী পৌরসভার দুজন, দাগনভূঞা উপজেলার দুজন রয়েছেন। এ ছাড়া সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা পৌরসভা ছাত্রলীগের একজন করে রয়েছেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি শুভ, উপ-দপ্তর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান আহাম্মদ, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, সদর উপজেলান ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যর পর থেকেই জামায়াত শিবির নেতাকর্মীদের মতো ফেসবুকে শোক প্রকাশ করেছেন অনেক ছাত্রলীগ নেতাকর্মী। এব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দেশের প্রাচীনতম এই ছাত্র সংগঠনটি।