গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ‘কটাক্ষ’ করে ফেসবুকে একটি পোস্ট দেন জামায়াত-শিবিরের সাবেক কর্মী, বর্তমানে সিলেট জেলা বঙ্গবন্ধু তথ্য ও প্রযুক্তি লীগের সভাপতি এস এম শামীম। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরই পরিপেক্ষিতে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট শহর থেকে সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে শামীমকে গ্রেপ্তার করেছে শাল্লা থানার পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, মামলা রুজু হওয়ার পর থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যান এস এম শামীম।
প্রসঙ্গত, সাবেক জামায়াত-শিবির কর্মী এস এম শামীম তার নিজ ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘কত বড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ! তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, মনে হয় যেন দিরাই-শাল্লা তার বাপ-দাদার সম্পত্তি’। এই পোস্ট নিয়ে দিরাই-শাল্লাসহ দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।