সাংবাদিক মঞ্জুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

চ্যানেল এস এর রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েসন (ইমজা), সিলেটের সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দিরাই সাংবাদিক ইউনিয়ন।  সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়েছে।

দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার মো. নাবিল ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর ওপর হামলা হয়।  এই হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল বলে ইতোমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।  সিলেটে অতীতে এভাবে সাংবাদিকদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে।  সেসব হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বার বার ঘটছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উল্লেখ, গতকাল সোমবার (২৩ মে) সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু।  সন্ত্রাসীরা প্রকাশ্যে তাঁর ক্যামেরা ভাঙচুর ও তাকে মারধর করে গুরুতর আহত করে।  হামলায় মইন উদ্দিন মঞ্জু বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।