সাংবাদিকতায় সিলেটের নারীরা ভালো করছেন : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সিলেটসহ প্রায় সারাদেশে নারীরা খুব ভালো কাজ করছেন। জাতীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত, নারীরা এখন ক্যামেরা কাঁধে হাতে কলম নিয়ে ছুটে চলেছেন। তথ্য প্রকাশ করে সরকারকে যেমন সহযোগীতা করছেন তেমনি সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।

তিনি বলেন, ‘সিলেটের মেয়েরাও সাংবাদিকতায় যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে তাদের নিয়ে আমি গর্বিত। তারা সিলেটৈর শতবর্ষের সাংবাদিকতার ঐতিহ্যকে সমুন্নত রেখে আরও বহুদূর এগিয়ে যাবেন। এ অঞ্চলের মানুষের কল্যাণে তাদের কলম আরও বেগবান হবে বলেই আমার প্রত্যাশা।’

আনোয়ারুজ্জামান চৌধুরী মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইমজা’র হলরুমে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সুর্বনা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেটের নবনির্বাচিত মেয়র সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সমস্যাগুলো সমাধানে আন্তরিকতার সাথে কাজ করার আশ্বাস প্রদান করেন। আলোচনা সভাশেষে কেক কেটে ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার জেদান আল মূসা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ফটো জার্নালিষ্ট এসোসিশনের সভাপতি শেখ নাসির উদ্দিন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরীসহ নেতৃবৃন্দ।