বাংলা ক্যালেন্ডারে আজ ১২ পৌষ। শীতের সকালটা আজ বৃষ্টিস্নাত কেটেছে দেশের বিভিন্ন জেলার মানুষের। থেমে থেমে সারাদিন সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশালে এই বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের মাঝামাঝি সময়ে এসে এই বৃষ্টির ফলে তাপমাত্রা আরও কমে যেতে থাকবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। সেখানে বৃষ্টি ধারণ করা হয়েছে ৮ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৪ দশমিক ৬, টাঙ্গাইলে ৬, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৩, নেত্রকোনায় ২ এবং কুষ্টিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল আলম বলেন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে কোনো বৃষ্টি হয়নি। আজ সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এই মাসের একেবারে শেষে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরে জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।