সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারি সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি ১৩ ডিসেম্বর বেলা তিনটায় একই ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ১০ ডিসেম্বরে হওয়ার কথা ছিল। পরে সেই তারিখ পরিবর্তন করা হয়।