সম্পর্ক ছিন্নের দীর্ঘ ছয় বছর পর ইরানে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে আমিরাত জানিয়েছে, তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন রাষ্ট্রদূত সাইফ মুহাম্মদ আল-জাবি কয়েকদিনের মধ্যেই দায়িত্ব পালন শুরু করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ হলো।
গত ২৬ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, রিয়াদের বিশিষ্ট শিয়া পণ্ডিত নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষোভকারীরা ইরানে সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত ২০১৬ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
তবে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়। এর অংশ হিসেবে তেহরানে আবারও রাষ্ট্রদূত পাঠাচ্ছে আরব আমিরাত।
সূত্র: আল জাজিরা