মরমী সাধক বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসেরআয়োজন আজ ১৭অক্টোবর সন্ধ্যায় শুরু হবে । চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ার লালন আখড়া বাড়িতে বসছে লালন ভক্ত অনুসারী বাউলদের মিলন মেলা।
তিনদিনের এ তিরোধান দিবসের উৎসব শুরুর এক সপ্তাহ আগে থেকেই লালন ভক্ত সাধু অনুসারী বাউল ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালন আখড়া বাড়ি। এ আখড়া বাড়ির আঙিনা থেকে লালনের আধ্যাত্মিক গানের সুরের মুর্ছনায় মানবতার বাণী ছড়াচ্ছেন লালন ভক্ত অনুসারী বাউলেরা। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহ ফকিরের মৃত্যর পর থেকে তার স্মরণে এভাবেই লালন তিরোধান দিবসের অনুষ্ঠান চলে আসছে। দাওয়াতের আয়োজন না থাকলেও দিন ক্ষণের হিসেব ঠিক রেখেই নিজেদের মতো আগে ভাগেই লালন আখড়া বাড়িতে চলে আসেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা।
তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের অনুষ্ঠানের আয়োজনে কালীগঙ্গা নদী পাড়ের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় লালনের জীবনী নিয়ে বিশিষ্ট জনেরা আলোচনা করবেন। আলোচনা শেষে শুরু হবে লালন গানের আসর। এ গানের আসর চলবে মধ্যরাত পর্যন্ত।
আলোচনা অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মধ্য রাত পর্যন্ত।