সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই : মোয়াজ্জেম হোসেন রতন

সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে তিনি আবারও সংসদ নির্বাচনে অংশ নিতে চান।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে নিজ বাসভবনের সামনে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন মোয়াজ্জেম হোসেন রতন।

আওয়ামী লীগ থেকে এবার সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিত চন্দ্র সরকার। মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে অংশ নেবেন কিনা তা অস্পষ্ট ছিল।

বুধবারের মতবিনিময় সভায় নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিলেন রতন। মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দূষণমূক্ত সমাজ আমাদের গড়ে উঠেছে। নৌকার বিরুদ্ধে নির্বাচন করার সাহস, যোগ্যতা, দক্ষতা আমার নাই। কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ ও ধান্ধাবাজের বিরুদ্ধে লড়ার মতো যোগ্যতা, দক্ষতা, সাহস সবকিছুই আমার আছে। আগামীতে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজকে আরও ভাল রাখতে চাই বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

মতবিনিময় সভায় পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহ-সভাপতি গোলাম ফরিদ খোকা, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, স্থানীয় মাওলানা শামীম আহমেদ, মধ্যনগর মৎস্যজীবী লীগের সভাপতি রুহুল আমীন খান, গাছতলা বাজারের ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন বক্তব্য দিয়েছেন।