সনদ বাণিজ্যে স্ত্রী গ্রেপ্তারের পর পদ হারালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেপ্তারের পর বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দিয়ে তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রবিবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (আইটিসি) অধ্যাপক মো. মামুন-উল হককে নিজ দপ্তরের পাশাপাশি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল রোববার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।