সুনামগঞ্জের দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে স্মার্ট মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কৃষিবান্ধব সরকার বৈশ্বিক সংকটে কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকিসহ খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় ৬ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সততা, ন্যায্যতা, সচেতনতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। এ সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। সততা, দায়বদ্ধতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সতর্ক হয়ে কাজ করলে আমাদের পক্ষে সব ধরণের সংকট মোকাবিলা করা সম্ভব।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন মঞ্জুর আলম চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার দাস, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় সরকারি খাস জমি নিয়ে বিরোধ ও অব্যবস্থাপনা এবং তা নিরসনে করণীয়, ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সার বিক্রি ও সুষ্ঠু ব্যবস্থপনায় দরিদ্রদের মধ্যে চাল বিক্রি, সেচ সংকট, হাওররক্ষা বাঁধ নির্মাণে ধীরগতিসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।